Thursday, February 22, 2007

কিছু উদাহরন (পত্রিকার লিঙ্কস)

গম পঁচলো এখানে...
১ লাখ বস্তা খাদ্যদ্রব্য আটক
ডালের অবৈধ মজুদ দেখতে ক্লিক করুন

রাজনীতিতে এইভাবেই ফায়দা লুটেছিল খাদ্য সামগ্রী পঁচিয়ে, জিনিসপত্রের দাম বাড়িয়ে। এই দলীয় রাজনীতি চাই না। নির্দলীয় ইসলামী শাসন ব্যাবস্থা চাই।

আমার মনে হয় প্রারম্ভিক বাক্য দেখেই বুঝতে পারছেন আমি কি বলতে যাবো। সেই একি ব্যাপার যা এখন লোকেমুখে। আমি শুধু অনেকের মত বর্তমানকে দলীলভুক্ত করছি।
পত্রিকা ও দূরদর্শন এ আজকাল খবর দেখা যাচ্ছে লক্ষ লক্ষ কে. জি. খাদ্য সামগ্রী যেমন ডাল, চাল, চিনি গুদামে পঁচানো হয়েছে। যে দেশে প্রথমতঃ মানুষ খুব কষ্টে খাবার যোগাড় করে, খেয়ে না খেয়ে থাকে, সেই দেশেই কি-না এতদিন ধরে এত বিপুল খাবার সামগ্রী মানুষের পেটে না গিয়েই পঁচে গেলো? জিনিসপত্রের দাম বেড়েছে বলে রাজনৈতিক ইস্যু তৈরী করে হাঙ্গামা করার ষড়যন্ত্রের নীল নকশা তাহলে এভাবেই...
তারমানে বর্তমান পুঁজিবাদি দলীয় শাসন ব্যাবস্থার এটা একটা দুর্বলতা। দুই মেরুতে থাকবে দেশের সবকিছু জিম্মি। একদল খাদ্য পঁচাবে দামবাড়ানোর জন্য আর এক দল ব্যাবসায়ী খাদ্য পঁচাবে লাভের জন্য। সরকারি-বিরোধী দলের লোক হয়ে থাকবে, ক্ষমতার অপব্যাবহার করার অসাধারণ সুযোগ।
আজ স্মরণকালের সবচেয়ে ভালো সরকার, আমাদের ফখরুদ্দিনের তত্বাবধায়ক সরকার এর আমলে রাঘব বোয়ালদের ধরা পড়ার কারণে অনেক অতীত ঘটনার ব্যাখ্যা পাওয়া যাচ্ছে।
ধন্যবাদ জনাব ফখরুদ্দিন, চালিয়ে যান, জনগন আপনার রক্ষাকবচ।